খুলনা: খুলনায় ইন্ডিয়ান ভিসা অফিসে অভিযান চালিয়ে সফিকুল ও দেলোয়ার নামে দুই দালালকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ জুন) দুপুরে দালালদের হাতে নাতে আটক করা হয়। তারা দোষ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে প্রতিশ্রুতি দেন।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।
বাংলানিউজকে তিনি বলেন, দালালদের উৎপাতে ইন্ডিয়ান ভিসা অফিসের সেবাগ্রহীতাদের ভোগান্তির শেষ নেই। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সফিকুল ও দেলোয়ার নামের ২ দালালকে আটক করে ১ সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনার সময় বিআরটিএ খুলনার ইন্সপেক্টর সাইফুর রহমান, মেট্রোপলিটন পুলিশ ও আর্মস পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন। banglanews24
0 comments:
Post a Comment