ঢাকার বাইরেও ভারত ‘ঈদ ভিসা ক্যাম্প’ করবে



(ntvbd)দ্রুত ও সহজে ভিসা পেতে ভারত রাজধানী ঢাকার বাইরে বাংলাদেশের অন্যান্য নগরীতেও ‘ঈদ ভিসা ক্যাম্প’ স্থাপন করবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা আজ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে।

বৈঠকে শ্রীংলা ঈদ ভিসা ক্যাম্প সংক্রান্ত কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে বলেন, ঈদুল ফিতরের আগে ভিসা দিতে বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিসা ক্যম্প করা হলো। ক্যাম্পের প্রথম দিনেই ছয় হাজার ভিসা ইস্যু করা হয়েছে। ভিসা প্রক্রিয়া আরো সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয় বলে তিনি রাষ্ট্রপতিকে জানান।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশন গত শনিবার ঢাকায় এই ভিসা ক্যাম্পের উদ্বোধন করে।

বৈঠকে হাইকমিশনার বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে আগরতলা-আখাউড়া রেললাইন নির্মাণ করা হচ্ছে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশের একটি ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ ভারত এবং সরকার সব সময় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিয়ে থাকে। তিনি দুই দেশের মধ্যে যোগাযোগ উন্নয়নে উদ্যোগ নেওয়ার প্রশংসা করে বলেন, এ ধরনের যোগাযোগ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

পরে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়।

প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতিকে জানান, বিশ্বের ১৪টি দেশের এক হাজার ৪৯১ জন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে।

রাষ্ট্রপতি একাডেমিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আন্তরিকতার সঙ্গে শিক্ষা কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দেন।

বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।



Share on Google Plus

About Jessica Hornberger

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment