ঢাকায় মালয়েশিয়া হাইকমিশনের ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য ওয়ান স্টপ সেন্টার স্থাপন করা হয়েছে।
বারিধারায় স্থাপিত এই সেন্টার থেকেই এখন থেকে মালয়েশিয়ার ভিসার আবেদন করতে হবে। ওয়ান স্টপ সেন্টার চালু করায় মালয়েশিয়া ভ্রমণ প্রত্যাশীদের হয়রানি কমবেএবং সহজে কম সময়ের মধ্যে ভ্রমণ পরিকল্পনা করা যাবে। বারিধারার সোহরাওয়ার্দী এভিনিউর ৭ নম্বর বাড়িতে সম্প্রতি এই ওয়ান স্টপ সেন্টার (ওএসসি) উদ্বোধন করেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ জাহিদ বিন হামিদি।
মালয়েশিয়া ভিত্তিক কোম্পানি প্রোফাউন্ড র্যাডিয়ান্স এসডিএন বিএইচডি’কে ওএসসি’টি পরিচালনার দায়িত্ব দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেন্দ্রটি ব্যবস্থাপনার দায়িত্বে আছে মালয়েশিয়া ওএসসি বাংলাদেশ লিমিটেড। এই সেন্টার থেকে ভিসা আবেদন প্রক্রিয়ার পাশাপাশি মালয়েশিয়া সংক্রান্ত মৌলিক সব তথ্য সেবা দেয়া হবে।
উচ্চ শিক্ষার ভাল প্রতিষ্ঠান, চিকিৎসা, পর্যটন এবং ব্যবসার সুযোগ-সুবিধা সম্পর্কে জানা যাবে এই সেন্টার থেকে। ওএসসি সেবা সম্পর্কে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমেদ জাহিদ বিন হামিদি বলেন, ওএসসি’টি হচ্ছে মালয়েশিয়া সরকারের একটি অংশ। এটি বিদেশিদের মালয়েশিয়ার ভিসা সহজেই পাওয়ার সুযোগ তৈরি করে দেবে এবং মালয়েশিয়ার ওপর মৌলিক তথ্য, ছুটির দিনগুলোতে কোথায় যাওয়া যেতে পারে, ব্যবসার সুযোগ ও চিকিৎসা ইত্যাদি বিষয়ে জানতে সহায়তা করবে। এই সেবার সহায়তা নিয়ে ভ্রমণকারীরা যেমন তাদের ভ্রমণ ব্যয় কমাতে পারবেন, তেমনি নানা হয়রানি থেকেও রেহাই পাবেন।
0 comments:
Post a Comment