রাংগামাটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এইটা আমরা অনেকেই জানি কিন্তু রাংগামাটির প্রাকৃতিক সৌন্দর্য্যের ভাণ্ডার যে কত বিশাল তা অনেকেই জানি না। রাংগামাটির প্রাকৃতিক সৌন্দর্য্যে আপনাদের সামনে তুলে ধরায় আমার টিউনটির উদ্দেশ্য। রাংগামাটিতে অনেকগুলো দর্শনীয় স্থান আছে। তার মধ্যে কাপ্তাই হ্রদ,শুভলং ঝর্না, কাটটলি বিল, লংগদু, মাইনি বিল, পাবলাখালি অভয়ারণ্য ইত্যাদি। এই দর্শনীয় স্থানগুলোর কিছু ভিজুয়াল ইমেজ এবং কিভাবে যাবেন? এই গুলো নিয়েই টিউনটি তৈরি করা হল।
কিভাবে যাবেনঃ ঢাকা থেকে সরাসরি রাংগামাটির যাওয়ার বাস পাবেন। ফকিরাপুল, টিটি পাড়া, গাবতলী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে এস আলম, শ্যামলী, ইউনিক, ডলপিন নাইট কোচ গুলো ছেডে যায় রাংগামাটির উদ্দেশ্যে।
রাংগামাটিতে থাকার অনেকগুলো ভালো আবাসিক হোটেল রয়েছে। খাবার জন্য রয়েছে কাপ্তাই হ্রদের নানা জাতের দেশীয় বিভিন্ন স্বাদের মাছ।
এরপর রাংগামাটি সদরের রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট এবং ১০ টা ৩০ মিনিটে ২ টি লঞ্চ বাঘাইছড়ির উদ্দেশ্য রওনা হয়। এই লঞ্চ গুলোতে পাড়ি দিলেই একে একে চোখে পড়বে কাপ্তাই হ্রদের নয়নাভিরাম দৃশ্য যা ভাষায় প্রকাশযোগ্য নয়। এই পর সুভলং ঝর্না, কাটটলি বিল, লংগদু, মাইনি বিলসহ অনেক সুন্দর সুন্দর জায়গা। কাটটলি বিলের নীল জলরাশি আর মাথার উপর সুবিশাল আকাশ আপনাকে মোহিত করবে। মাইনি বিলের সূর্যদয় আর সূর্যাস্ত আপনাকে নিয়ে যাবে কুয়াকাটায়।
রাংগামাটিতে থাকার অনেকগুলো ভালো আবাসিক হোটেল রয়েছে। খাবার জন্য রয়েছে কাপ্তাই হ্রদের নানা জাতের দেশীয় বিভিন্ন স্বাদের মাছ।
এরপর রাংগামাটি সদরের রিজার্ভ বাজার লঞ্চ ঘাট থেকে প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট এবং ১০ টা ৩০ মিনিটে ২ টি লঞ্চ বাঘাইছড়ির উদ্দেশ্য রওনা হয়। এই লঞ্চ গুলোতে পাড়ি দিলেই একে একে চোখে পড়বে কাপ্তাই হ্রদের নয়নাভিরাম দৃশ্য যা ভাষায় প্রকাশযোগ্য নয়। এই পর সুভলং ঝর্না, কাটটলি বিল, লংগদু, মাইনি বিলসহ অনেক সুন্দর সুন্দর জায়গা। কাটটলি বিলের নীল জলরাশি আর মাথার উপর সুবিশাল আকাশ আপনাকে মোহিত করবে। মাইনি বিলের সূর্যদয় আর সূর্যাস্ত আপনাকে নিয়ে যাবে কুয়াকাটায়।
0 comments:
Post a Comment