বাংলাদেশ দেশ থেকে অসংখ্য লোক সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট নিয়ে চাকুরীর জন্য যাচ্ছে। কিন্তু এই ওয়ার্ক পারমিটের সত্যতা যাচাই অনেকেই করেন না। তারা বিভিন্ন এজেন্ট এর মাধ্যমে ওয়ার্ক পারমিট এর সত্যতা যাচাই করেন। এর ফলে দেখা যায় যে, অনেকেই ভুল তথ্যের উপর বিশ্বাস করে প্রতারিত হন। সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট ভিসা চেক করার অনলাইন প্রক্রিয়াটি এখানে বিস্তারিত আলোচনা করা হল –
১) প্রথমেই আপনি এই লিংকে ক্লিক করুন। পেজটি ওপেন হলে মার্ক করা স্থানে I Agree তে ক্লিক করুন। নতুন পেজ আসবে।
২) এই পেজের বামদিকে দেখুন Work Permit Validity/Application Status যা ছবিতে মার্ক করে দেখানো হয়েছে। আরেকটি পেজে রি-ডাইরেক্ট হবে।
৩) এখানে আপনি passport সিলেক্ট করে পাসপোর্ট নাম্বার ও পাসপোর্ট হোল্ডারের নাম লিখে Next চাপুন। নতুন পেজে রি-ডাইরেক্ট হবে।
৪) এখানে আপনাকে ৪টি অপশনের যে কোন একটি বেছে নিয়ে ফিলাপ করতে হবে। আপনি সবচেয়ে সহজ অপশনটাই বেছে নিন। আপনি ৩নম্বর অপশনটা বেছে নিয়ে ফিলাপ করে সাবমিট করুন।
৫) ফর্মটি সাবমিট করার পর পেজ রি-ডাইরেক্ট হয়ে আপনার রেজাল্ট দেখাবে।
অনলাইনে সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট ভিসা চেক করার সময়:
- বাংলাদেশ সময়: সোমবার – শনিবার (সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত)
- সিঙ্গাপুর সময়: সোমবার – শনিবার (সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত)
ডিরেক্ট লিংক: সিঙ্গাপুর ভিসা চেক করার পদ্ধতি
0 comments:
Post a Comment