নতুন ভিসা ফি নির্ধারণ করেছে সৌদি





নতুন ভিসা ফি নির্ধারণ করেছে সৌদি আরব। এক বছর বা দুই বছরের ভিসার জন্য যথাক্রমে পাঁচ হাজার ও আট হাজার রিয়েল (এক হাজার ৩৩৩ ও দুই হাজার ১৩৩ মার্কিন ডলার) দিতে হবে। বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ কাউন্সিলে নতুন নির্ধারিত এই ভিসা ফি অনুমোদন পেয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ভিসা কনসালটেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এখন থেকে সর্বোচ্চ দুই বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন। এর ফলে তারা প্রয়োজনমতো বারবার সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। এর আগে দেশটিতে মাল্টিপল ভিসার মেয়াদ ছিল এক বছর।
prothom alo
Share on Google Plus

About Jessica Hornberger

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment