বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্টের বিধিবিধান ও ফাঁক ফোকর নিয়ে এই পেইজের আমরা সবাই মোটামুটি পন্ডিত হয়ে গেছি
smile emoticon
এই এন্ডোর্সমেন্টের প্রধান শর্ত.. ভ্যালিড পাসপোর্ট ও ভিসা।
ভিসাহীন পাসপোর্টে এনডোর্সমেন্ট হয় কি?
ভিসাহীন পাসপোর্টে সর্বোচ্চ ২০০ ডলার (অতিমাত্র) এনডোর্স করানো যেত
frown emoticon
এতে করে অন-এরাইভাল ভিসাপ্রার্থী বা ক্ষেত্রভেদে ভিসাহীন ভ্রমণেচ্ছুগণ সমস্যায় পড়তেন। তো, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এসবক্ষেত্রে ভিসাহীন পাসপোর্টেও একই ভ্রমণকোটার হারে এনডোর্সমেন্টের সার্কুলার জারি করেছে (লিংক কমেন্টে)।
এক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয়মাস থাকতে হবে এবং অন-এরাইভাল ভিসা প্রাপ্তি সংক্রান্ত বা ভিসাহীন ভ্রমণের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে হবে।
Magistrates, All Airports of Bangladesh
News Link : Bangladesh Bank
0 comments:
Post a Comment