সৌদি আরবের পূর্বাঞ্চল (দাম্মাম-জুবাইল-আহসা-আবক্বিক-হাফর বাতিন ইত্যাদি) এলাকায় মেসার্স সৌদি উজিহ (উজির) কোম্পানীতে কর্মরত বাংলাদেশী নাগরিক বিশেষ করে নিম্নে উল্লেখিত ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের জরুরী ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস কর্তৃপক্ষ বলেছে-
‘আপনারা যারা দেশে ফেরত যেতে চান তারা একটি তালিকা প্রেরণ করবেন। যারা অন্য কোম্পানীতে ট্রান্সফার হতে চান তারাআলাদা একটি তালিকা প্রেরণ করবেন। আর যারা ঐ কোম্পানীতেই থাকতে চান তারাও আলাদা একটি তালিকা প্রেরণ করবেন। তালিকাতে নাম, ইকামা নম্বর, মোবাইল নম্বর এবং কোন ক্যাম্পে অবস্থান করছেন উল্লেখ করবেন।
- আজ ০৮/০৮/২০১৬ তারিখে ইষ্টার্ণ রিজিয়ন লেবার মিনিষ্ট্রি অথরিটি (শ্রম মন্ত্রণালয়) থেকে জরুরী ভিত্তিতে এই তালিকা চাওয়া হয়েছে। জানানো হয়েছে যে, ঐ কোম্পানীর সকল ধরণের চুক্তি, কর্মকান্ড, লেনদেন, কম্পিঊটার সার্ভিস সব সৌদি সরকার থেকে স্থগিত করা হয়েছে।
- বকেয়া বেতন আদায় ও সার্ভিস বেনিফিট আদায়ের জন্য যারা এখনও মামলা করেননি তাদেরকেও দূতাবাসে জরুরী ভিত্তিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।
সৌদি আরবের পূর্বাঞ্চলে ঐ কোম্পানীতে কর্মরত বাংলাদেশী নাগরিকদের দূতাবাসের অনুবাদক মোহাম্মদ ফায়সাল এর মোবাইল নম্বরে (৫৬৮৩০১৪১৪) যোগাযোগ করতে এবং উপরে উল্লেখিত ৩ প্রকারের তালিকা ই-মেইলে (faysal333@gmail.com) জরুরী ভিত্তিতে পাঠানোর অনুরোধ জানানো হলো।
- উল্লেখ্য দূতাবাস টিম বর্তমানে দাম্মামে অবস্থান করছে এবং দেউলিয়া হয়ে পড়া কোম্পানীটির রিপোর্ট লেবার অফিসে দাখিল করছেন।
পূর্বাঞ্চলে ঐ কোম্পানীর (সৌদি উজিহ) ক্যাম্প সমূহ:
১. আজিজিয়াহ প্যালেস ক্যাম্প,
২. আব্দুল্লাহ ফুয়াদ ক্যাম্প,
৩. হুফুফ ক্যাম্প,
৪. মামাল ক্যাম্প,
৫. ন্যাশনাল গার্ড, আল হাসা ক্যাম্প,
৬. ড্রিম প্যালেস ক্যাম্প,
৭. অর্কিড হোটেল,
৮. আল জুরি হোটেল,
৯. ইওয়া অরিয়েন্ট হোটেল,
১০. আল রিদ (১/২) হোটেল,
১১. পিটিওয়াই বিল্ডিং ক্যাম্প,
১২. কেএসিডব্লিঊসি দাহরান ক্যাম্প,
১৩. ২১স্ট্রিট শিমালিয়াহ ক্যাম্প,
১৪. আব্দুল্লাহ ফুয়াদ বিল্ডিং-৬ ক্যাম্প,
১৫. গালফ প্যালেস ক্যাম্প,
১৬. কেএপি ১ প্রজেক্ট,
১৭. অথাম হোটেল।
সূত্র: বাংলাদেশ দূতাবাস, রিয়াদ, সৌদি আরব।
0 comments:
Post a Comment