Scam Alert For Bangladeshi Overseas People

Scam Alert


জনাব করিম ইতালিতে থাকেন, ছুটিতে বাংলাদেশে এসেছেন। ২৯/০৯/২০১৬ তারিখ সকাল ১০.১৫ এর ফ্লাইটে দুবাই হয়ে ইতালি যাবেন। অনেক লম্বা সময় ভ্রমণের মধ্যে থাকতে হবে। ওনার দুলাভাই এসে বিমানবন্দরে নামিয়ে দিয়ে গেলেন...যেহেতু বাংলাদেশি সিম আর বেশিক্ষণ চালু রাখা যাবেনা তাই সেটা দিয়ে দিলেন।

সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেন.......

সকাল আনুমানিক ১০.০০ টার দিকে ওনার মায়ের নাম্বারে ফোন গেলো, "আপনার ছেলে টিকেট-পাসপোর্ট হারিয়ে ফেলেছে, বিদেশে যেতে পারছেনা, দ্রুত এই নাম্বারে (একটা নাম্বার দিয়ে) ৫০,২০০/- টাকা বিকাশ করেন, আমরা ব্যবস্থা নিচ্ছি"......


মায়ের মন.....ছেলের সাথে কথা বলতে চেয়ে জিজ্ঞেস করেন, তোর কি কোন সমস্যা হচ্ছে.......

উত্তর আসে শুধু "হু"........

মা তাড়াহুড়ো করে কারো সাথে কথা না বলেই টাকাটা বিকাশ করে দেন। এই ঘটনা জানতে পেরে ওনার আরেক আত্মীয় বিমানবন্দরে আর্মড পুলিশের অফিসে ছুটে আসেন।

জনাব করিমের তথ্য গুলো নিয়ে এয়ারলাইন্স ও ইমিগ্রেশন পুলিশের সাথে কথা বলে দেখা যায় ওনি কোন ধরণের ঝামেলা ছাড়াই ১০.১৫ এর ফ্লাইটে চলে গিয়েছেন !!!

অর্থাৎ কোন একটি চক্র শুধুমাত্র প্রতারণা করে এইভাবে টাকা গুলো হাতিয়ে নিয়েছে! বর্তমানে এই বিষয়ে তদন্ত চলছে।

আমরা প্রায়ই এই ধরণের অভিযোগ পাই। যেহেতু "প্রতিকারের চেয়ে প্রতিরোধই শ্রেয়" তাই সম্মানিত প্রবাসীগণের কাছে অনুরোধ থাকবে ......

১। প্রথমত দেশে থাকা স্বজনদের কাছে মোবাইল ফোনে কখনো এই ধরণের কোন খবর গেলে বিভ্রান্ত হতে নিষধ করুন 

২। অতি দ্রুত স্থানীয় থানা বা দায়িত্বশীল আইনানুগ কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলুন 

৩। যে যাত্রীর কথা বলা হচ্ছে তার সাথে সুস্পষ্ট ভাবে কথা বলুন। কেননা, কোন ধরনের সমস্যা হলেও কোন সরকারী সংস্থার এভাবে টাকা দাবি করার কোন নিয়ম নেই 

৪। যেহেতু দেশে আসলে একটা মোবাইল সীম ব্যবহার করাই হয় তাই সেটা বন্ধ না করে ফ্লাইটে উঠা পর্যন্ত চালু রাখুন। উঠার পূর্ব মুহূর্তে নিকটাত্মীয়দের জানান আপনি নিরাপদেই যাচ্ছেন

৫। বিমানবন্দর এলাকায় কোন ধরণের সমস্যায় পড়লে আমাদের ডিউটি এএসপিদের নাম্বারে (০১৭৬৯৬৯০৭৪৫) যোগাযোগ করুন

৬। পাসপোর্ট নাম্বার বা এর মূল পৃষ্ঠার একটি ফটোকপি বাড়িতে রাখুন। এতে যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করা হলে কাজ করতে সুবিধা হয়

৭। সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাউন্টার বা ইমিগ্রেশন পুলিশ ব্যতিত অন্য কারো কাছে ব্যক্তিগত তথ্য, যেমন মোবাইল নাম্বার, ঠিকানা দেওয়া থেকে বিরত থাকুন

৮। নিশ্চিত না হয়ে কোন ধরণের লোভনীয় অফার, যেমন ফ্রি টিকেট, বিজনেস ক্লাসে সীট এসবের ব্যাপারে সতর্ক থাকুন


আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ধরণের চক্রকে প্রতিহত করা সম্ভবপর হবে।


Share on Google Plus

About Jessica Hornberger

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment